Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্বশেষ খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
ঢাকা মহানগরীর আওতাধীন ভাটারা থানাস্থ বিভিন্ন এলাকায় ৩০.০৫.২০২৩ তারিখে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এপিবিএন-০৫ পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে- ১) সপ্নপুরি ডিপার্টমেন্টাল শপ, দাগ- ৯১৭৫, মাদানী এভিনিউ, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকৃত পণ্য ‘কেক, ফার্মেন্টেড মিল্ক’ এবং আমদানিকৃত পণ্য "ফ্রুট জুস, সস, জ্যাম-জেলি, ভিনেগার, চকোলেট, শ্যাম্পু, বেবি লোশন, স্কিন ক্রিম, ওটস, কর্ণ ফ্লেক্স" বিক্রি, বিতরণকালে পণ্যসমূহ এর অনুকূলে বিএসটিআই লাইসেন্স/ছাড়পত্র আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উক্ত আইনের ৩০ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ১০,০০০/- (দশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। ২) "হক বেকারী এন্ড সুইটস", মাদানী এভিনিউ, ১০০ ফিট রোড, নতুন বাজার, ভাটারা, ঢাকা প্রতিষ্ঠানটি ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতিত বিস্কুট, পাউরুটি, ঘি, কেক, দই পণ্যসমূহ বিক্রয় বিতরণ এবং বাজারজাত করার অপরাধে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩,০০০/- (তিন হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। ৩) এছাড়া সিএম লাইসেন্স ব্যতিত বাধ্যতামূলক পণ্য উৎপাদন, বিক্রি, বিতরণ করায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আরও ০৩ (তিন)টি প্রতিষ্ঠান বরাবর সিএম লাইসেন্স গ্রহণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে পত্র ইস্যুপূর্বক সতর্কতা প্রদান করা হয়- ১. ঘানিঘর, বারিধারা নতুনবাজার, দোকান মালিক সমিতি, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা। পণ্য-সরিষার তেল। ২.সোহরাব দধি ভান্ডার, দোকান নং-১৩, গলি নং-১,বারিধারা নতুনবাজার, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা ; পণ্য-ফার্মেন্টেড মিল্ক (দধি), ঘি। ৩.চন্দ্রপূরী দধি ভান্ডার, দোকান নং-১২, গলি নং-১,বারিধারা নতুনবাজার, বাড্ডা, ভাটারা, গুলশান, ঢাকা ; পণ্য-ফার্মেন্টেড মিল্ক (দধি), ঘি। উল্লেখ্য, এলাকাস্থ কাঁচা বাজার সংলগ্ন বিভিন্ন সুপার শপ এবং সকল মাছ, ফলমূল, সব্জি, বিক্রেতা এবং মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্সপ্রাপ্ত পণ্য এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন নিশ্চিত করার লক্ষ্যে দোকানদারগণকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণসহ সতর্কতা প্রদান করা হয়। উক্ত অভিযানে ০২ (দুই) টি প্রতিষ্ঠানে দুইটি আইনে সর্বমোট ১৩,০০০/-(তেরো হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সোহানুর রহমান, সোহান পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৫-২০২৩
ঢাকা জেলার বাড্ডা থানাধীন এলাকায় ৩০.০৫.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে পণ্য স্কিন লোশন, টোনার, ফেশ ওয়াশ, শ্যাম্পু এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ন্যাচারস ডিউ, দাগ-১৬৯৯, কবরস্থান রোড, সাতারকুল, বাড্ডা, ঢাকা প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত ১. সিটিজেন সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং ষ্টেশন, গ-৯৫/১, মধ্য বাড্ডা, প্রগতি স্মরনী, ঢাকা-১২১২ এবং ২. মক্কা সিএনইজ রিফুয়েলিং স্টেশন এন্ড কনভারশন লিঃ, চ-১০৭/১-এ, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২ তে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি),‌ ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩১-০৫-২০২৩
কলাবাগান, ধানমন্ডি থানাধীন এলাকায় ২৯.০৫.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম'র ছাড়পত্র লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "শ্যাম্পু, সাবান, স্কিন ক্রীম" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে মেসার্স লাজ ফার্মা লি: ৬৩/সি,লেক সার্কাস কলাবাগান, পশ্চিম পন্থপথ , ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত "ইউনিক্যাফে রেস্টুরেন্ট এন্ড ফান প্রতিষ্ঠানকে জনসচেতনামূলক পরামর্শ, বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সতর্কতামূলক সাবধানতা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক, ডিএমআই, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৫-২০২৩
গাজীপুর জেলার বাসন থানাধীন এলাকায় ২৯.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "স্কিন ক্রিম" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ৪ (চার)টি প্রতিষ্ঠান ১. মেসার্স শাহীন এন্টারপ্রাইজ, দোকান নং-১১,১২,১৩, হাজী সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা, গাজীপুর -কে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র ২. মেসার্স আর এম এন্টারপ্রাইজ, দোকান নং-৪১, ৫৬, ৫৭, ৫৮, হাজী সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা, গাজীপুর -কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র, ৩. মেসার্স সাইমন এন্টারপ্রাইজ, দোকান নং-৪০/৬৫, হাজী সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা, গাজীপুর -কে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র এবং মেসার্স সিয়াম কসমেটিক্স, দোকান নং-৬১, ৬২, হাজী সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা, গাজীপুর -কে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে সকল অবৈধ স্কিন ক্রিম ধ্বংস করা হয়। এছাড়া জনসন এন্ড জনসন ব্রান্ড, ক্লিন এন্ড ক্লিয়ার এর নকল বেবী লোশন, নকল বেবী পাউডার এবং নকল বেবী অয়েল পণ্যসমূহ জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া টঙ্গী পূর্ব থানাস্থ এশিয়া ফুয়েল স্টেশন, ১০, শালিক চূড়া, টঙ্গী, গাজীপুর-১৭১২ ফিলিং স্টেশনটিতে ৪টি ডিজেল ডিজেল ডিসপেন্সিং ইউনিট এবং ৩টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়া যাওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উল্লেখিত চারটি প্রতিষ্ঠান এবং ১টি ফিলিং স্টেশনে উপরোক্ত দুইটি আইনে সর্বমোট টাকা ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া ১. মেসার্স কে চৌধুরী এন্ড কোম্পানি, ঢাকা রোড, চান্দনা চৌরাস্তা, গাজীপুর, ২. রাজ ফিলিং স্টেশন, কুনিয়া-তারাগাছ ঢাকা-ময়মনসিংহ রোড, বোর্ড বাজার, গাজীপুর ফিলিং স্টেশন ২টিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশিদ, পরীক্ষক (মেট্রোলজি),‌ বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ৩০-০৫-২০২৩
ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানাধীন খিলগাঁও এলাকায় ২৮.০৫.২০২৩ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স ব্যতিত মানচিহ্ন ব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য প্রদান এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ না করে ও অধিকাংশ মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ব্যতীত উৎপাদন/মোড়কজাতকৃত পণ্য বিক্রি-বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলা দায়েরপূর্বক অর্থদণ্ড করাসহ নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হয়: ১. প্রতিষ্ঠান: আল-ইসলামিয়া সুইটস এন্ড বেকারী, উত্তর শাহজাহানপুর, খিলগাঁও, ঢাকা; পণ্য: পাউরুটি (বান), বিস্কুট (সল্টেজ, টোস্ট, ইত্যাদি), ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) ও চানাচুর; দন্ড: যথাক্রমে টাকা ১০,০০০.০০ (দশ হাজার) ও ৫,০০০.০০ (পাঁচ হাজার) মাত্র হারে সর্বমোট টাকা ১৫,০০০.০০ (পনেরো হাজার) মাত্র জরিমানা। ২. প্রতিষ্ঠান: নূর আল-আমিন বেকারী এন্ড কনফেকশনারি, খিলগাঁও রেলওয়ে কাঁচা বাজার, ঢাকা; পণ্য: বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, চিপস; দন্ড: টাকা ১০,০০০.০০ (দশ হাজার) মাত্র জরিমানা। উপরোক্ত ২টি প্রতিষ্ঠান হতে ৩টি মামলায় সর্বমোট টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) মাত্র জরিমানা আদায় এবং ইতঃপূর্বে জরিমানাকৃত 'নিউ সাথী সুইটস এন্ড বেকারি' নামীয় অপর প্রতিষ্ঠানকে উৎপাদনস্থলের পরিবেশ উন্নত করাসহ দ্রুততম সময়ের মধ্যে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণপূর্বক বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। এছাড়া খিলগাঁও কাঁচা বাজারস্থিত বিভিন্ন দোকানে (কসমেটিকস, ফল, গুঁড়া মসলা, মাংস, ইত্যাদি) বিএসটিআই'র জনসচেতনামূলক লিফলেট বিতরণপূর্বক শুধুমাত্র সিএম লাইসেন্স/ছাড়পত্র সম্বলিত মানসম্পন্ন পণ্য বিক্রয়-বিতরণের পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করতে ব্যবহৃত ওজনযন্ত্র ভ্যারিফিকেশনের নির্দেশনা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে এপিবিএন-৫ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ২৯-০৫-২০২৩
ঢাকা জেলার বনানী থানাধীন এলাকায় ২৮.০৫.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "স্পঞ্জ, প্লেইন কেক, হোয়াইট, গার্লিক, স্যান্ডুইচ ব্রেড" বিক্রি এবং বিতরণ করার অপরাধে সসলিস ফুডস বেকারী, প্লট-৩, রোড-১১, ব্লক-জি, বীর উত্তম খাদেমুল বাশার সড়ক, বনানী, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য "কেক, পাউরুটি" বিক্রয় এবং বিতরণ করায় টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র এবং ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করার অপরাধে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খাইরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব সুবহানা নওশীন, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৯-০৫-২০২৩
ঢাকা জেলার নিউমার্কেট থানাধীন এলাকায় ২৫.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় উক্ত এলাকার ইসমাইল ম্যানশন সুপার মার্কেট এর ৬টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনাকালে তন্মধ্যে ২টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "স্কীন ক্রিম (ব্র্যান্ড : গৌরী, চাঁদনি, নিউ ফেস, ড. রাসেল, ফেসফ্রেশ, নূর গোল্ড, ডিউ, ফ্রেশ এন্ড হোয়াইট, হোয়াইট ফেস)" বিক্রয় ও বাজারজাতকরণ এবং বিক্রয় ও বাজারজাত করার বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে ১। মনির বিউটি কনসেপ্ট, দোকান-৭, ইসমাইল ম্যানশন সুপার মার্কেট (গাউছিয়া সংলগ্ন), ৩৯১, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ -কে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র এবং ২। প্রিয়া বিউটি কনসেপ্ট, ৩৯১/২৪-২৬, ইসমাইল ম্যানশন সুপার মার্কেট (গাউছিয়া সংলগ্ন), ৩৯১, এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫ -কে টাকা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং অবৈধ স্কীন ক্রিম পণ্যসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ রফিক আজাদ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৮-০৫-২০২৩
ঢাকা জেলার কদমতলী থানাধীন এলাকায় ২৪.০৫.২০২৩ তারিখে এপিবিএন-০৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "সিলিং ফ্যান" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ভান্ডারী ইলেক্টিক ইন্ডাঃ, ৮৩/৩, মির হাজিরবাগ,কদমতলী, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত একই পণ্যসমূহ উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মমুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোশাররফ হোসেন , পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২৫-০৫-২০২৩
ঢাকা জেলার নিউমার্কেট থানাধীন এলাকায় ২৪.০৫.২০২৩ তারিখে ডিএমপি পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য "কালার ফার্স্টনেস রেটিং অফ টেক্সটাইল" এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করার অপরাধে ডিমান্ড ফ্যাশন হাউজ, ৭২, মিরপুর রোড, নিউমার্কেট, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান বিওয়াইএসএল গ্লোবাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, ২১২, সৈয়দ নজরুল ইসলাম রোড, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা। ২৫-০৫-২০২৩
১০ ঢাকা জেলার চকবাজার থানাধীন এলাকায় ২৩.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের নাম নকল করে "ফুল ক্রিম মিল্ক পাউডার" এবং বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "চাট মশলা, চটপটি মশলা, চিকেন রোস্ট মশলা, বিরিয়ানী মশলা, চিকেন তন্দুরী মশলা, মাংসের মশলা, টেস্টিং সল্ট" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে শারমীন ফুড, ভোলা ম্যানশন, বেগম বাজার, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই পণ্যসমূহের অনুকূলে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত সকল অবৈধ পণ্যসমূহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে জব্দ করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠানটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ২,০০,০০০/- (দুই লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (সিএম), বিএসটিআই, ঢাকা। ২৪-০৫-২০২৩
১১ ঢাকা মহানগরীর গুলশান এলাকায় ২৩-০৫-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে আমদানীকৃতি পণ্যের বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ও আমদানী নীতি অনুযায়ী Johnson & Johnson, Neutrogena, Clean and Clean, বডি লোশন, লিপস্টিক, স্ক্রিন ক্রিমসহ বাধ্যতামূলক কসমেটিকপণ্য ব্যবসায় পরিচালনার জন্য পুলিশ প্লাজা মার্কেটের ব্যবসায়ী সমিতির সাথে নিয়ে প্রত্যেক ব্যবসায়ীকে পরামর্শ দেন এবং উক্ত মার্কেটের ব্যবসায়ীদের-কে ১৫ দিনের মধ্যে আমদানিকৃত পন্য বিক্রয়ের শর্তানুযায়ী ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেন। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা এস এম তানজীম, ফিল্ড অফিসার (সিএম) ‍ও সিরাজুম মুনিরা, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। ২৩-০৫-২০২৩
১২ ঢাকা জেলার খিলক্ষেত থানাধীন এলাকায়২২.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য "স্কীন ক্রিম" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ফেদার টাচ, শপ-৬, গ্রাউণ্ড ফ্লোর, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয় এবং উক্ত মার্কেটে প্রাপ্ত সকল অবৈধ এবং নিষিদ্ধ ঘোষিত স্ক্রীন ক্রীম পণ্যসমূহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এন্ড সিএনজি ফিলিং স্টেশন, জোয়ার সাহারা, খিলক্ষেত, ঢাকা ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৫-২০২৩
১৩ ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাধীন এলাকায় ২১.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে সুফিয়া কেমিক্যাল ওয়ার্কস, মাতুয়াইল, যাত্রাবাড়ি প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ইফা ট্রেডিং কর্পোরেশন, সারুলিয়া বাজার, সারুলিয়া, ডেমরা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়াও ডেমরা থানাধীন এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান চাঁদপুর কেমিক্যাল ওয়ার্কস, ৩৫০, ডগাইর, পশ্চিমপাড়া, ডেমরা, ঢাকা বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "কয়েল" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয় এবং উক্ত এলাকায় অবস্থিত অন্য একটি প্রতিষ্ঠান সামির এন্টারপ্রাইজ, ডেমরা, ঢাকা (কয়েল ফ্যাক্টরি) প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে কয়েল পণ্য উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করায় ও উক্ত প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি/মালিক/ম্যানেজার -কে না পাওয়া যাওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত আইনে সর্বমোট টাকা ৪০,০০০/- (চল্লিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা, জনাব মোঃ আশিকুজ্জামান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব এস এম মাহফুজার রহমান, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ২২-০৫-২০২৩
১৪ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন এলাকায় ১৭.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ লিটারে দুইটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৮০ ও ৩৫০ মি.লি. এবং দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৩৩০ ও ৩৩০ মি.লি. কম প্রদান করার অপরাধে এস, এইচ, এস ফিলিং স্টেশন, খাদুন, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ ফিলিং স্টেশনটিকে টাকা ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ইনজামামুল হক, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা এবং জনাব জান্নাতুল নাঈম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৮-০৫-২০২৩
১৫ ঢাকা জেলার ডেমরা থানাধীন এলাকায় ১৫.০৫.২০২৩ তারিখে এপিবিএন-৫ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য পাউরুটি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে হযরত শাহআলী বেকারী এন্ড কনফেকশনারী, ৬৯, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য কেক, বিস্কুট, পাউরুটি উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে একই প্রতিষ্ঠানে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত অপর একটি প্রতিষ্ঠান ফারজিন ফুড এন্ড বেকারী, ১৯, ডেমরা, ঢাকা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য কেক, বিস্কুট উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৩০,০০০/- (ত্রিশ হাজার) মাত্র জরিমানা এবং পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য কেক, বিস্কুট উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে একই প্রতিষ্ঠানে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত প্রতিষ্ঠান দুটিকে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ৮৫,০০০/- (পচাশি হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব রোশনা আক্তার, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৫-২০২৩
১৬ ঢাকা জেলার মিরপুর থানাধীন এলাকায় ১৫.০৫.২০২৩ খ্রিঃ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পাউরুটি, বিস্কুট, কেক বিক্রি ও বাজারজাত করার অপরাধে আল-আমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ২২/বি/বি, ২য় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২৫,০০০/- (পঁচিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে একই প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট (ড্রাই কেক, টোস্ট) ইত্যাদি বিক্রি ও ও বাজারজাত করার অপরাধে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়াও বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পাউরুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে দেলোয়ার ফুড প্রোডাক্টস, ২১০/৭৬এ/বি, ২য় কলোনী, মাজার রোড, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ২০,০০০/- (বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে একই প্রতিষ্ঠানে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পাউরুটি ইত্যাদি বিক্রি ও বাজারজাত এবং বৈধ ওজনযন্ত্রের ভেরিফিকেশন গ্রহন না করার অপরাধে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উল্লিখিত দুটি প্রতিষ্ঠানকে উপরোক্ত আইনে সর্বমোট টাকা ৬০,০০০/- (ষাট হাজার) মাত্র অর্থ দন্ড প্রদান করা হয়। তাছাড়া, এস পি ফিলিং স্টেশন, ১৫/৩, গাবতলী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানের ৮ টি ডিম্পেন্সিং ইউনিট “ডিজেল” অক্টেন এ ১০ লিটারে মাপে সঠিকতা পাওয়া যায় এবং অন্যান্য সনদের সঠিকতা ও প্রক্রিয়াধীন থাকায় ধন্যবাদ জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব জেব-উন-নেছা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৬-০৫-২০২৩
১৭ ঢাকা মহানগরীর গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেট এলাকায় ১৪.০৫.২০২৩ তারিখ রোজ রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা দায়েরপূর্বক অর্থদণ্ড করাসহ নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হয়: ১। প্রাইম সুইটস এন্ড বেকারি লি.; মহাখালী ওয়ারলেস গেট, ঢাকা নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত মোড়কজাতকৃত " ফার্মেন্টেড মিল্ক (টক ও মিষ্টি দই), পাউরুটি, বিস্কুট, চানাচুর ইত্যাদি" পণ্য বিক্রি, বাজারজাতের অপরাধে যথাক্রমে টাকা ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) ও ১০,০০০.০০ (দশ হাজার) হারে সর্বমোট টাকা ৪০,০০০.০০ (চল্লিশ হাজার) মাত্র জরিমানা করাসহ দ্রুততম সময়ের মধ্যে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণপূর্বক বৈধভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়। ২. আজোয়া বেক এন্ড পেস্ট্রি; মহাখালী ওয়ারলেস গেট, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটির "বিস্কুট" পণ্যের লাইসেন্স থাকলেও পণ্যটির সকল ভ্যারিয়েন্টের লাইসেন্স না থাকায় তাদের ভ্যারিয়েন্টসমূহের লাইসেন্স দ্রুততম সময়ের মধ্যে করে বৈধভাবে ব্যাবসা পরিচালনার পরামর্শ দেয়া হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ ফরহাদুর রহমান রিপন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ১৫-০৫-২০২৩
১৮ ঢাকা জেলার কদমতলী থানাধীন এলাকায় ১৪.০৫.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে কাপড়ের রং এর স্থায়ীত্বের উপর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ না করার অপরাধে নূরানী টেক্সটাইল মিলস লিমিটেড, প্লট- ১১-১৩, রোড-১১, শ্যামপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত ১। কদমতলী ডাইং এন্ড প্রিন্টিং, প্লট-৭-৯, রোড-১১, শ্যামপুর শি/এ, ঢাকা, ২। ফুজি টেক্সটাইল প্রসেসিং, রোড-১০, কদমতলী, ঢাকা প্রতিষ্ঠানটিসমুহে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই সিএম সনদ গ্রহণ করেছেন বিধায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া এস. আহমেদ. এফ. সিএনজি ফিলিং স্টেশন এন্ড পেট্রোল পাম্প, ৩৩১/১, জুরাইন মাজার গেইট, শ্যামপুর, ঢাকা-১২০৪ ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনাকালে জ্বালানী তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় জনাব মোঃ শহীদুল আলম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৫-০৫-২০২৩
১৯ ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় ১১.০৫.২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩টি মামলা দায়েরপূর্বক অর্থদণ্ড করাসহ নিম্নরূপ কার্যক্রম গ্রহণ করা হয়: ১। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে "অকটেন" ডিসপেন্সিং ইউনিটের ১টি নজেলে ১০ লিটারে ৫০০ মি.লি. কম প্রদান করায় "মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার; গাবতলী, মিরপুর, ঢাকা" নামীয় প্রতিষ্ঠানকে টাকা ৮০,০০০.০০ (আশি হাজার) মাত্র জরিমানা করাসহ ডিসপেন্সিং নজেলটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ডিসপেন্সিং নজেলটি সংশোধনপূর্বক চালু করাসহ বৈধ সিএম লাইসেন্স/ছাড়পত্র ব্যতীত বাধ্যতামূলক "ইঞ্জিন অয়েল" পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়। ২। প্রিন্স সুইটস এন্ড বেকারি; মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠান বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বৈধ সিএম লাইসেন্স এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত মোড়কজাতকৃত "স্পঞ্জ কেক, ফার্মেন্টেড মিল্ক (টক ও মিষ্টি দই), সিনথেটিক ভিনেগার, সয়া সস, ইত্যাদি" পণ্য বিক্রি, বাজারজাতের অপরাধে যথাক্রমে টাকা ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) ও ২,০০০.০০ (দুই হাজার) হারে সর্বমোট টাকা ২৭,০০০.০০ (সাতাশ হাজার) মাত্র জরিমানা করাসহ দ্রুততম সময়ের মধ্যে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ গ্রহণপূর্বক বৈধভাবে ব্যবসা পরিচালনার পরামর্শ প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা'র নেতৃত্বে এপিবিএন-১১ সদস্যদের সহায়তায় পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মোঃ শাহরিয়ার হোসেন, পরিদর্শক (মেট), ডিএমআই, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন। ১৪-০৫-২০২৩
২০ ঢাকা মহানগরীর চকবাজার ও নিউ মার্কেট এলাকায় ১১-০৫-২০২৩ খ্রিঃ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পলাশী মোড়ে বুয়েট কাঁচাবারে মাছ, মুরগী, মাংস ও কাঁচাবাজারের অভিন্ন দোকানের ডিজিটাল ওজন যন্ত্র যাচাই ও নি’ওয়েজ সার্ভিস, ২৫, মিরপুর রোড, ঢাকা- এর সকল ডিসপেন্সিং ইউনিট যাচাইয়ান্তে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) ‍ও মোঃ মামুনুর রশীদ, পরিক্ষক (মেট) দায়িত্ব পালন করেন। ১৪-০৫-২০২৩

সর্বমোট তথ্য: ৭৭২