Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ August ২০২০

পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল বিভাগ

 

এ বিভাগের প্রধান একজন উপপরিচালক। পরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে উপপরিচালক, সহকারি পরিচালক, উর্ধ্বতন পরীক্ষক, পরীক্ষক, ল্যাব সহকারী, ল্যাব বাহক -এর মাধ্যমে এ বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।

 

কার্যক্রম

পদার্থ বিভাগের অধীনে পুরঃ, পদার্থ ও যন্ত্রকৌশল ল্যাবরেটরিসমুহ ধাতব, বিল্ডিং ম্যাটিরিয়াল ও যন্ত্রকৌশল সংক্রান্ত বিভিন্ন ধরনের পরীক্ষণ সেবা দিয়ে থাকে।

১) ধাতব ও অধাতব পণ্য থেকে তৈরী বিভিন্ন ধরনের পরীক্ষণ নমুনা গ্রাহকের চাহিদা অনুযায়ী জাতীয়/আন্তর্জাতিক মান অনুসারে টেনসাইল, কম্প্রেসন, ইম্প্যাক্ট, ওয়েল্ড অ্যাবিলিটি, ফ্যাটিগ এবং বেন্ড প্রপারটিস পরীক্ষা করা হয়।

২) সিরামিক টাইলস, পোরসেলিন, স্যানিটারি ফিটিংস(সিংক ওয়াশ বেসিন, টয়লেট বোল, ইউরিনাল, বাথটাব ইত্যাদি) এবং অন্যান্য পণ্যের পরীক্ষণ ।

৩) সিমেন্ট ল্যাবরেটরিতে সিমেন্ট, স্যান্ডস্টোন, এগ্রিগেট এবং সাদা সিমেন্ট পরীক্ষণ ।

৪) বিল্ডিং ম্যাটেরিয়াল সমুহের পরীক্ষণ ।

৫) কনডমের পরীক্ষণ ।

৬) এম এস প্লেট, এঙ্গেল, কাস্ট আয়রণ পাইপ, পিভিসি পাইপ, নিরাপদ দিয়াশলাই, সেফটি রেজর ব্লেড, বলপয়েন্ট কলম, কনভেয়র বেল্ট, স্টিল ট্রাংক, বুট, সু, কাগজ, জি.পি ও সিজিএস শীট, ট্রান্সমিশন বেল্ট, রাবার, টি চেস্ট, বাইসাইকেল টায়ার ও রীম, টিউব ইত্যাদি পরীক্ষণ ।

 

অ্যাক্রেডিটেশন স্ট্যাটাস

পুরঃ, যন্ত্র ও পদার্থ বিভাগের নিমেণর দুইটি ল্যাবরেটরি আইএসও ১৭০২৫ অনুসারে ভারতের এনএবিএল (ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ), ভারত কর্তৃক ১৮ই মার্চ ২০১১ তারিখে অ্যাক্রেডিটেশন অর্থাৎ আমত্মর্জাতিক গ্রহনযোগ্যতা অর্জন করেঃ

ক) সিমেন্ট টেস্টিং  ল্যাবরেটরি  ( পোর্টল্যান্ড ও কম্পোজিট সিমেন্ট)

খ) মেকানিক্যাল টেস্টিং ল্যাবরেটরি  (প্লেইন বার এবং রিবড বার, এমএস প্লেট ও এঙ্গেল, জিআই পাইপ (টিউব)

 

নমুনার উৎস:

১. সরকারী, আধাসরকারী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থা;

২. শিল্পপ্রতিষ্ঠানসমূহ;

৩.আমদানি ও রপ্তানিযোগ্য পন্য;

৪. পুলিশ বিভাগের পন্য;

৫. ভ্রাম্যমান আদালত।

 

পরীক্ষন প্যারামিটারসমূহ:

১. মাত্রা (দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব);

২. ভর ও ওজন;

৩. টেনসাইল স্ট্রেংথ;

৪. কম্প্রেশন;

৫. ইমপ্যাক্ট;

৬. বেন্ড প্রপার্টিস;

৭. ওয়াটার অ্যাবজর্বেন্সি।

 

টেস্ট স্পেসিফিকেশন /মান:

গ্রাহকের চাহিদা অনুযায়ী জাতীয়/আন্তর্জাতিক মান।

 

পরীক্ষন নমুনাসমূহ:

১) সিমেন্ট;

২) ধাতব নমুনা (এম এস প্লেট, এঙ্গেল, ঢালাই লোহার পাইপ ইত্যাদি);

৩) সিরামিক টাইলস, পোর্সেলিন, স্যানিটারি ফিটিংস;

৪) পিভিসি পাইপ, নিরাপদ দিয়াশলাই, সেফটি রেজর ব্লেড, বলপয়েন্ট পেন, কনভেয়র বেল্ট, স্টিল ট্রাংক, বুট, শু, কাগজ, জিপি ও সিজিএস শিট, ট্রান্সমিশন বেল্ট, রাবার, টি চেস্ট, গ্যাস ম্যান্টেল, হেলমেট, বাইসাইকেল টায়ার, রিম ও টিউব, কনডম ইত্যাদি।